বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ “ইউনেস্কোর” স্বীকৃতিতে কোটচাঁদপুরে অানন্দ শোভাযাত্রা অনু্ষ্ঠিত

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ “ইউনেস্কোর” স্বীকৃতিতে কোটচাঁদপুরে অানন্দ শোভাযাত্রা অনু্ষ্ঠিত

সুমন মালাকার, কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি: সারাদেশর ন্যায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা অাওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যােগে জমকালো অায়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ “ইউনেস্কোর” মেমোরি অব দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলায় অানন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচিত্র প্রদর্শন ও বঙ্গবন্ধুুর উপর পাঠচক্র অনু্ষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে। অানন্দ শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ-৩ অাসনের জনাব নবী নেওয়াজ এমপি মহোদয়,উপজেলার নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ নাজমা খাতুন, পৌর মেয়র জাহিদুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা অাওয়ামীলীগ সভানেত্রী শরিফুন্নেছা মিকি, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রোজিনা অাক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজ সুলতানা, পৌর অাওয়ামীলীগের অাহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম অাহবায়ক গোলাম সরোয়ার, শহীদুজ্জামান সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও অাওয়ামীলীগ নেতা কায়দার রহমান, সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের অালী নাসির, কুশনা ইউপি চেয়ারম্যন অাব্দুল হান্নান, বলুহর ইউপি চেয়ারম্যান অাব্দুল মতিন, দোড়া ইউপি চেয়ারম্যান কাবিলউদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম অালী, উপজেলা যুবলীগের অাহবায়ক মীর মনিরুল অালম,পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক শেখ সোহেল অারমান, উপজেলা কৃষকলীগের অাহবায়ক শাহাজান অালী এবং অাওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সহযোগী দল সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী দপ্তরের কর্মকর্তারা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, ছাত্রছাত্রী সহ সর্বস্তরের জনগন এই অানন্দ শোভাযাত্রা অংশগ্রহন করেন। এই অানন্দ শোভাযাত্রা কে ঘিরে কোটচাঁদপুর উপজেলার প্রতিটি জনপদে অানন্দের জোয়ার সৃষ্টি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ