জমির কপি কেটে সাবাড়

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭

জমির কপি কেটে সাবাড়

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ রাতের অন্ধকারে সোয়াদী গ্রামের দরিদ্র দুই চাষীর এক বিঘা জমির ফুল কপি
কেটে সাবাড় করেছে দুবৃত্তরা। রাতে কোটচাঁদপুরের পল্লীতে এ ঘটনা। ভয়ে অভিযোগ দিতে সাহস পাচ্ছেনা চাষীরা।

ভুক্তভোগী নারায়ন চন্দ্র দাস বলেন,চাষ করার মত সামথ্য না থাকায় তেভাগা হিসেবে জমি নিয়ে আমি এ বছর এক বিঘা জমিতে ফুল কপির চাষ করেছি। বুধবার রাতে কে বা কাহারা রাতের অন্ধকারে এক বিঘা জমির মধ্যে ১২ কাঠা জমির ফুল কপি কেটে দিয়েছে। আমি এনজিও থেকে লোন করে এ চাষের খরচ করেছি। দুই এক দিনের মধ্যে এ কপি বাজারে বিক্রি করা যেত। এ পর্যন্ত ২৩/২৫ হাজার টাকা খরচ হয়েছে জমিতে। দুবৃত্তরা কপি নস্ট করে দেয়ায় আমি পথে বসে গেলাম। ছেলে-মেয়ে নিয়ে সংসার চালানোর আমার পক্ষে অসম্ভব ছিল। তার উপর কিস্তির টাকা।

 

কথা হয় অন্য চাষী ভরত দাসের সঙ্গে,তিনি বলেন আমি আশার এনজিও থেকে লোন তুলে জমি বন্ধক নিয়ে ১০ কাঠা জমিতে এ ফুল কপির চাষ করেছি। ফলন্ত এ কপি কেটে দেয়ায় আমি পথে বসে গেলাম। সংসার চালাতে হিমসিম খেতে হয় আমার,তার উপর কিস্তির টাকা। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। পুলিশকে জানানো হয়েছে জিজ্ঞাসা করলে তারা বলেন,কপি কেটে দিয়ে অর্থ নৈতিক ক্ষতি করেছে। অভিযোগ দিলে আমাদের বাড়িতে থাকা কস্ট হয়ে যাবে।

 

এ ব্যাপারে কথা হয় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সঙ্গে,তিনি বলেন বিষয়টি আমি শুনেছি। তাদের বলেছি থানায় এসে অভিযোগ দিতে। কথা হয় উপজেলা নিবার্হী অফিসার নাজনীন সুলতানার সঙ্গে তিনি বলেন, আমি খবর পেয়েছি কপি কেটে দিয়েছে। বিষয়টি আমি দেখছি।

এ সংক্রান্ত আরও সংবাদ