ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭
ষোড়শ সংশোধনী বাতিল রায়ের পক্ষে বিপক্ষে ঝিনাইদহে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে।
উভয় দলের সমর্থিত আইনজীবীরা বৃহস্পতিবার সকাল থেকেই জড়ো হন কর্মসূচি পালনের জন্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রথমে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। বিএনপিপন্থী আইনজীবীদের কর্মসূচি শেষ হলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা মিছিল সমাবেশ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে সমর্থন জানিয়ে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের অপসারণ, রায় নিয়ে মন্ত্রী-এমপিদের বক্তব্যের প্রতিবাদ, নি¤œ আদালতের বিচারকদের চাকরি বিধির গেজেট প্রকাশের দাবিতে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করে।
সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে ফোরামের একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান, অ্যাডভোকেট কাজী একরামুল আলম, অ্যাডভোকেট দবির হোসেন, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ খান, অ্যাডভোকেট খান আকরাম হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, অ্যাডভোকেট আব্দুর রশিদ, শামসুজ্জামান লাকি, মোশাররফ হোসেন, শিবলী সাদিক ও আবু তালেব প্রমুখ।
সমাবেশে বক্তারা আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অপসারণ, রায় নিয়ে মন্ত্রী-এমপিদের বক্তব্যের প্রতিবাদ, নি¤œ আদালতের বিচারকদের চাকরি বিধির গেজেট প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতার দাবি জানান।
অপর দিকে ষোড়স সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি কর্তৃক ‘বঙ্গবন্ধুকে হেয়’ করার প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ঝিনাইদহ জেলা শাখা পাল্টা মিছিল বের করে।
বেলা ১১টার দিকে জেলা বার ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা জজ আদালত চত্তর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, আব্দুর রশিদ, খান আক্তারুজ্জামান, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টুসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সংবিধানের ষোড়স সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি কর্তৃক প্রদত্ত ‘বঙ্গবন্ধুকে হেয় করাসহ অপ্রাসঙ্গিক বিষয়ে এক্সপাঞ্জের’ দাবি জানান।
Design and developed by zahidit.com