কোটচাঁদপুরে আবারো অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

কোটচাঁদপুরে আবারো অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি

কোটচাঁদপুর প্রতিনিধিঃ
কোটচাঁদপুর শহরের স্থানীয় পাইলট বালিকা বিদ্যালয় এলাকায় বাসা-বাড়িতে আবারো অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক রাত ৩ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বাড়ি থেকে ৪-৫ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে জানা যায় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বাড়ির মালিক আজিজ হাসান মিলন জানায়, আমার বাসায় আমি এবং আমার স্ত্রী ছাড়া কেউ থাকেন না। রাত ২ টার পরে আমি ঘুমাতে যায়। এর কিছুক্ষণ পরে আমার স্ত্রী আমাকে ডেকে বলে বাসার ভিতর মনে হয় চোর আসছে। পরে আমি অন্য রুমে গিয়ে দেখি আমার বাসার পেছনের জানালার গ্রীল কাটা। এবং আলমারী পুরা এলোমেলো। এ সময় সেখানে থাকা ৪-৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ চোরেরা নিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান। তিনি আরো বলেন, আমার বাসার স্বর্ণালংকার যেখানে রাখা ছিল তা চোরেরা কিভাবে বুঝতে পারলো সেটা আমি বুঝতে পারছি না। কারন, আলমারীর নিচের অংশে মেঝেতে কাপড়ে মুড়ানো স্বর্ণগুলো রাখা ছিল। আমার মনে হয় তাদের নিকট মেটাল ডিটেক্টর যন্ত্র থাকতে পারে। এ সময় তিনি আরো অভিযোগ করে বলেন, আমাদের এই মহল্লায় একের পরে এক বাসা-বাড়িতে চুরি হলেও প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ার কারনে চুরির ঘটনা বেড়েই চলেছে এবং চোরেরা ধরা ছোয়ার বাহিরে থাকছে।

 

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, চুরির ঘটনাটি আমি শুনেছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তিনি আরো জানান, চুরির বিষয়ে এলাকায় পাহারা দেওয়ার জন্য আলোচনা হয়েছে। এবং সেই সাথে সবাই কে চুরির ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ