শৈলকুপায় ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

শৈলকুপায় ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপার কবিরপুর-মোড় হাসপাতাল গেটের সম্মুখস্হ রাস্তার ধারে অবৈধভাবে বাজার দখলে মাছ বিক্রি করে। তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ২ জনকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি আরো জানান, এখন থেকে নিয়মিতভাবে নতুন বাজারে মাছ বিক্রিয় করতে বসতে হবে এবং কোন অসুবিধা হলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে দেখা করে জানাতে বলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ