ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক জাকির হোসেন

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক জাকির হোসেন
রাজীব মাহমুদ টিপু,শৈলকুপা :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের দাসপাড়ায় একটি বাড়ি একটি খামার ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক জাকির হোসেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি এ পরিদর্শণ ও মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ওসমান গণি, সহকারী কমিশনার(ভূমি) এস এম মুনিম লিংকন,নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্নয়কারী ইমন হোসেন,৬নং ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক জাকির হোসেন একটি বাড়ি একটি খামার সদস্যদের সাথে মতবিনিময় সহ ভূমি অফিসে সেবাপ্রাপ্তির লক্ষ্যে আগত ব্যাক্তিদের সেবপ্রদানে কোন প্রকার অনিয়ম না হয় এবং ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেদিকে অফিস সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করেন।সেবাপ্রদানে অফিস সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পেলে কোনমতেই ছাড় দেয়া হবে না বলে জানান।
সঠিক ও স্বচ্ছভাবে দ্বায়িত্ব পালনের জন্য সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সারুটিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ