কাতলাগাড়ী বাজারে দিনদুপুরে চুরির সময় হাতেনাতে দূর্ধর্ষ ২ চোর আটক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭

কাতলাগাড়ী বাজারে দিনদুপুরে চুরির সময় হাতেনাতে দূর্ধর্ষ ২ চোর আটক

রাজীব মাহমুদ টিপু,শৈলকুপা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজার থেকে দূর্ধর্ষ ২ চোরকে দিনদুপুরে চুরির সময় হাতে নাতে জব্দ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার দিকে মেসার্স রায়হান ফার্মেসীতে। জানা যায়,বুধবার সকালে ১০টার দিকে কিত্তিনগর আশ্রায়নে থাকা দুজন ছেলে রায়হান ফার্মেসিতে আসে।রায়হান ফার্মেসীর সত্বাধিকারি শিশিরের সাথে ওই দুই ছেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে।কিছুক্ষণ পরে তাদের মধ্য থাকা রাকিব(১৪)(ছদ্মনাম) শিশিরকে স্যালাইন দিতে বলে।শিশির স্যালাইন দিতে গিয়ে অন্য মনস্ক হলে ওই সুযোগে শিশিরের ক্যাশবাক্স থেকে টাকা নেওয়ার চেষ্টা কালে শিশির হাতে নাতে ধরে ফেলে।সাথে থাকা অন্যজন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাজারে থাকা জনগণ ধরে ফেলে।তবে চোর দূর্ধর্ষ কিন্তু কিশোর হওয়ায় কোন মারধর করা হয়নি। আটককৃতদের কে স্থানীয় ক্যাম্পে পুলিশের হাতে সোপর্দ করা হয়।প্রাথমিক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাজারে অন্য সকল দোকান থেকে গত এক মাসে যে নগদ অর্থ চুরি হয়েছে তার সাথে তারা জড়িত বলেও স্বীকার করে। পরে আটককৃত চোরদের শৈলকুপা থানায় পাঠিয়ে দেওয়া হয়। উল্লেখ্য,আটক হওয়ার পূর্বে এই দূর্ধর্ষ টিম বাজারের অন্য সব দোকান থেকে এ ভাবেই নগদ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ