ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
কাজী মৃদুল; কোট চাঁদপুর
সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুযোগ সুবিধার দাবীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশের মত কোটচাঁদপুরেও সোমবার অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে কোটচাঁদপুর পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাজ ছেড়ে পৌরসভার অফিসের বাইরে ব্যানার সেঁটে বসে থাকতে দেখা যায়। এ ব্যাপারে সংগঠনটির স্থানীয় সভাপতি সেকেন্দর আলি বলেন, আমরা সরকারী কর্মকর্তা-কর্মচারীর থেকে কম কাজ করিনা। সরকারের নির্দেশনা মেনে আমাদেরকে কাজ করতে হয়। তা’হলে কেন আমরা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। আমরা সময় মত বেতন পাইনা, ভাতা পাইনা, পেনশনও নাই। যে কারণে বছরের পর বছর অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করে আসছে।
Design and developed by zahidit.com