শৈলকূপায় কেন্দ্রিয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামানের গণসংযোগ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

শৈলকূপায় কেন্দ্রিয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামানের গণসংযোগ

সাদ্দাম হোসেন
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনয়ন প্রার্থী কেন্দ্রিয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান নির্বাচনী গণসংযোগ করেছেন । বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এ গণসংযোগ চালান। এ সময়, সকল শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। স্বতস্ফুর্তভাবে এলাকার মানুষ তার এ গণসংযোগে সাড়া দেয়।
তিনি শৈলকুপাবাসীর উদ্দেশ্যে বলেন, দল আমাকে মনোনয়ন দিক আর না-দিক আমি শৈলকুপা গণমানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তবে আমি যদি মনোনয়ন পাই আর দেশে যদি স্বচ্ছ নির্বাচন হয় তাহলে আমি বিজয়ী হবো বলে আশাবাদী।
তিনি আরও বলেন, আমি আগেও যেমন আপনাদের পাশে পেয়েছি, আশারাখি ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন। আমি নির্বাচিত হলে এ আসনের মানুষ নিরাপদে ও শান্তিতে থাকবে। শুধু তাই নয়, যারা বিরোধী দলে থাকবে তারাও অন্তত নিশ্চিন্তে ও নিরাপদে থাকতে পারবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম জোয়ার্দ্দার, কেএম কেরামত আলী, থানা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান তুর্কি মেম্বর, যুব নেতা বাবলুর রহমান, আজিজুল ইসলাম, আব্দুল আলিম, ছাত্র নেতা সা’দাত হোসেন, আব্দুল লতিফ রাজু, কাকন ও রাজিবুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, তিনি গণ সংযোগের পাশাপাশি বিএনপির যে সকল নেতৃবৃন্দ পরলোকগমন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পরিবারকে সকল প্রকার সহযোগীতা করার আস্বাস দেন।

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ