ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকি দিলারা জোয়ার্দারের অভিযোগের প্রেক্ষিতে শৈলকুপা পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মহিদুল ইসলাম এখন শ্রীঘরে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশে মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহিদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে জেএসসি পরীক্ষা চলাকালে বালিকা বিদ্যালয়ের কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করতে যায় মহিদুল ইসলাম। এসময় হলে কর্তব্যরত শিক্ষকরা তাকে বাধা দিলে বাক বিতন্ডা শুরু হয়।
এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা জোয়ার্দার এগিয়ে এলে সবার সামনে মহিদ তাকে লাঞ্চিত করে এবং মেরে ফেলার হুমতি দেয়। বিষয়টি নিয়ে পাইলট গার্লস স্কুলের শিক্ষকরা তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পড়ে পরীক্ষা শেষে শিক্ষকরা বৈঠক করে ঝিনাইদহের জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন।
জেলা প্রশাসকের নির্দেশে বিকেলে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করেন দিলারা জোয়ার্দার।সন্ধ্যায় মালীপাড়া গ্রাম থেকে মহিদকে গ্রেফতার করে পুলিশ। তবে একটি রাজনৈতিক দলের একপক্ষের নেতারা রাতেই তাকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে থানা সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে। উল্লেখ্য এই মহিদুল ইসলাম ছাত্র জীবনে একটি রাজনৈতিক দলের সক্রিয় ক্যাডার ছিলো। সে সময় একাধিক মামলায়ও অভিযুক্ত হয় সে। পরবর্তিতে দলের কোটায়ই তার চাকরি হয়েছে বলে প্রচলিত আছে।
Design and developed by zahidit.com