নব দম্পতিদের নিয়ে অবহিত কর্মশালা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭

নব দম্পতিদের নিয়ে অবহিত কর্মশালা

ঝিনাইদহের কোটচাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কক্ষে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝিনাইদহ কর্তৃক নব দম্পতিদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাদপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা: নাজমা খাতুন। এ সময় আরো বক্তব্য রাখেন কোটচাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাহিদ আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ডা: রেজাউল করিম ও কোটচাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল প্রমুখ।

নব দম্পতিদের নিয়ে কর্মশালায় বিয়ের পর দেরি করে সন্তান গ্রহণ, নিরাপদ মাতৃত্ব ও দুই সন্তানের মাঝে বিরতি প্রদানের সুবিধা এবং সন্তান সংখ্যা সীমিতকরণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ