ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭
ঝিনাইদহের কোটচাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কক্ষে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝিনাইদহ কর্তৃক নব দম্পতিদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাদপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা: নাজমা খাতুন। এ সময় আরো বক্তব্য রাখেন কোটচাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাহিদ আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ডা: রেজাউল করিম ও কোটচাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল প্রমুখ।
নব দম্পতিদের নিয়ে কর্মশালায় বিয়ের পর দেরি করে সন্তান গ্রহণ, নিরাপদ মাতৃত্ব ও দুই সন্তানের মাঝে বিরতি প্রদানের সুবিধা এবং সন্তান সংখ্যা সীমিতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
Design and developed by zahidit.com