ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭
ঝিনাইদহ সংবাদ ডে¯ক ঃ বৃহষ্পতিবার সন্ধায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোর্টচাদপুর থানাধীন জগন্নাৎপুর সাকিন¯’ জগন্নাৎপুর মোড় বাসস্ট্যান্ড পাকা রাস্তার উপর চুয়াডাঙ্গা-যশোর গামী যাত্রাবাহী নিশান শাপলা এক্সপ্রেস বাসনং-মৌলভীবাজার জ-১১-০০১১ এর ভিতর থেকে হিরোইন ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন জোয়ার্দ্দার (৩৫) (বাসের সুপার ভাইজার), পিতা- মৃত আব্দুল কাদের জোয়ার্দ্দার, সাং-আড়পাড়া, থানা-কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত কালো রংয়ের প্যান্টের পিছনে কোমড়ে গোজানো অব¯’ায় ৬২৫ (ছয়শত পঁচিশ) গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোর্টচাদপুর থানায় হস্তান্তর করতঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ১ (খ) ধারায় মামলা করা হয়।
Design and developed by zahidit.com