ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
মেহেদী হাসান সবুজ, ঝিনাইদহ :
ঝিনাইদহে অবরোধে সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম পরিচালনা করছে র্যাব সদস্যরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা-ঢাকা, ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে টহল দেওয়া হচ্ছে।
পণ্যবাহি যানবাহন সহ অন্যান্য যানেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেসময় নিরাপত্তার স্বার্থে সকলকে সতর্কতার সাথে চলাচল করতেও বলা হচ্ছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুরে দেখা যায় র্যাবের দুটি টিম টহলে রয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঝিনাইদহ ক্যাম্পের আওতাধীন ঝিনাইদহ ও মাগুরা জেলার সকল সড়কে সার্বক্ষনিক ৪ টি টিম কাজ করছে। কোথাও সড়কে বিশৃঙ্খলার খবর আসেনি। কখনও প্রয়োজন হলে পন্যবাহি যানের নিরাপত্তা দেওয়া হচ্ছে। দেশের সম্পদ রক্ষায়, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।
এদিকে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে এখন পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের পিকেটিং এর খবর পাওয়া যায়নি। নাশকতার পরিকল্পনার মামলায় গেলরাত থেকে আজ সকাল পর্যন্ত ১৯ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন দুরপাল্লার বাস।
Design and developed by zahidit.com