ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপায় মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মতিউর রহমান,জেলা শিক্ষা অফিসের সহ: পরিদর্শক ফয়সানুল কবির উপস্থিত ছিলেন।
আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা শুরু করতে যাচ্ছে শিক্ষা প্রশাসন। ‘জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ’ নামের ওই প্রশিক্ষণে উপজেলার ৭২৯ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ৫ দিনের এই প্রশিক্ষণে শিক্ষকদের নতুন শিক্ষাক্রমে কী কী থাকছে, কী কী করতে হবে এবং মূল্যায়ন পদ্ধতি কিরকম হবে- এই তিনটি বিষয় বুঝিয়ে দেয়া হবে। এ প্রশিক্ষণে শিক্ষকরা আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করবেন এবং তাদের মন থেকে পরীক্ষা ভীতি দুর হবে বলে প্রশিক্ষকরা জানান।
Design and developed by zahidit.com