ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার চাঁদরতনপুর গ্রামে স্বামীর লাঠির আঘাতে রোজিনা খাতুন (২০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন ওই উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।
কাজীরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, রাতে পারিবারিক কলহের জেরে স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী মহিদুল ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে রোজিনার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী মহিদুল ইসলাম।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by zahidit.com