কালীগঞ্জে করোনায় কর্মহীন মানুষের মাঝে ডাসের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১

কালীগঞ্জে করোনায় কর্মহীন মানুষের মাঝে  ডাসের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কোভিট-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি (ডাস) এনজিও ৪০ জন দরিদ্র নারীদের এসব খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে।
এ উপলক্ষে শহরের পশু হাসপাতাল সংলগ্ন ডাসের কালীগঞ্জ শাখা কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ ডাস কালীগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৪০ জন নারীর প্রত্যককে চাল, ডাল, আলু, লবনসহ মাক্স বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ