ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১
বিশেষ প্রতিনিধি॥
করোনাকালীন সময়ে সামাজিক কর্মকান্ড থেকেও সরে আসেননি দেশের ১৮১ বারের রক্তদাতা হিসেবে পরিচিত জাভেদ নাছিম। তিনি এখনো ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনা মহামারির এ ক্লান্তিকালে তিনি যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের অন্যান্য স্থানে বৃক্ষ রোপন করে বেড়াচ্ছেন। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে তিনি স্বদলবলে বৃক্ষরোপন করতে এসেছিলেন কালীগঞ্জে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শহীদ নুর আলী কলেজ, সুইতলা মল্লিকপুর সড়কের দু’পাশে বেশকিছু বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ১৮১ বারের “ও” নেগেটিভ রক্তদাতা জাভেদ নাছিম, ৪৫ বারের রক্তদাতা ও যশোরের “আস্থা সবার জন্য সমাজ কল্যান সংস্থার” প্রতিষ্ঠাতা মেহেদী হাসান, এই সংস্থার ইভেন্ট ম্যানেজম্যান্ট ও ৬ বারের রক্তদাতা রিফাত আহম্মেদ বাবু, রক্ত সংগ্রহকারী ও স্বেচ্ছাসেবক কাশেম সর্দার, মোস্তাক আহম্মেদ, সাংবাদিক নয়ন খন্দকার প্রমুখ।
১৮১ বারের রক্তদাতা জাভেদ নাছিম বলেন, তিনি রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। যেকোন সময় যেকোন রক্তের প্রয়োজন হলে তিনি তাৎক্ষনিকভাবে রক্ত দিতে প্রস্তুত। সারাদেশে তাদের স্বেচ্ছাসেবক ও রক্তদাতা রয়েছে। তিনি গরীব,দুস্থ, অসহায় ও অসুস্থ্য মানুষদের পাশে থেকে তাদের সেবা করে বাকিটা জীবন কাটাতে চান।
Design and developed by zahidit.com