কালীগঞ্জে লেদ মিস্ত্রী হত্যার প্রধান আসামি বাবু ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

কালীগঞ্জে লেদ মিস্ত্রী হত্যার প্রধান আসামি বাবু ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে লেদমিস্ত্রী শাহিন হত্যাকান্ডের মুল অভিযুক্ত জসিম উদ্দিন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যাবহৃত খুর, রশি ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, গত ৫ জুন রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদমিস্ত্রি শাহিন হোসেন বাড়ী ফেরার পথে খুন হয়। পরদিন সকালে পুলিশ ওই গ্রামের পালপাড়ার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ওইদিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক হয় ওই গ্রামের বাবুল হোসেন নামে এক যুবক। তারই স্বীকারোক্তিতে পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঘটনার এক সপ্তাহ পর হত্যাকান্ডের মুলহোতা একই গ্রামের বাবুকে রোববার ভোরে আটক করেছে। এরপর পুলিশ বাবুকে নিয়ে হত্যাকান্ডে ব্যাবহৃত অস্ত্র উদ্ধারে জন্য বিকালে ওই গ্রামে যায়। সেখানে গিয়ে একটি মেহগনি গাছের নিচে পুতে রাখা খুর, রশি ও মোবাইল উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, হত্যাকান্ডের ঘটনায় থানাতে দু’জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকান্ডের মুল মোটিভ উ্দঘাটনে আটককৃতদের আরো জিঞ্জাসাবাদ চলছে।