ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ১৯, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের জামতলা নামক স্থানে যাত্রীবাহী বাস চাপায় ২ জন নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনার ঘটে। নিহতরা হলো- হরিনাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মনছের আলী মন্ডলের ছেলে আক্তার হোসেন (৪৫) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের গফুর মোল্লার ছেলে তালেব আলী (৪০)।
চাঁদপুর গ্রামের মন্টু হোসেন বলেন, রাতে জামতলা এলাকার রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিল আক্তার হোসেন ও তালেব আলী। এসময় ঝিনাইদহ থেকে হরিণাকুন্ডু গামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আক্তার হোসেন মারা যায়। আহত অবস্থায় তালেব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বাসটি সম্পুন্ন পুড়ে গেছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
Design and developed by zahidit.com