শৈলকুপায় খাল থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ৩, ২০২১

শৈলকুপায় খাল থেকে নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি খাল থেকে রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ শৈলকুপার মলমলি গ্রামের একটি খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।
নিহত’র ছেলে অপুর্ব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে তিনি পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লীজের টাকা আনতে। লীজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকালের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করতে পারে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখে এবং গলায় রক্তের দাগ ছিল।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, রেখা রানীর লাশ খালের ধারে পড়ে ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।