ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ
ঝিনাইদহে কালীগঞ্জে লকডাউনের বিরুদ্ধে ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। লকডাউনের প্রথম দিন সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে তারা। এসময় প্রায় দেড়ঘন্টা সড়কের উপর বসে অবরোধ করেন ব্যবসায়ীরা।
পরে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমানের সাথে ব্যবসায়ী নেতারা আলোচনা করে দুপুর দুইটার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে।
এরপর সড়ক অবরোধ শেষে অবিলম্বে লকডাউন প্রত্যহারের দাবিতে ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিলে লকডাউন প্রত্যাহারের দাবিতে অবৈধ লকডাউন মানি নাসহ বিভিন্ন শ্লোগান দেন ব্যবসায়ীরা।
এ সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহবায়ক ইনদাদুল হক ইনতা, আব্দুল হান্নান, জহুরুল হক বিপ্লব, আক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সারাবছর তেমন বেচাকেনা থাকে না ব্যবসায়ীদের। ঈদেই একটু ভালো বেচাকেনা হয়। এর আগের ঈদেও ব্যবসায়ীরা লকডাউনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে চান। অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, কিছুক্ষণ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে। এরপর তারা তাদের অবরোধ প্রত্যাহার করেছে।
Design and developed by zahidit.com