ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥ ২১ মার্চ’২০২১
‘‘মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগান কে সামনে রেখে পথচারীসহ বিভিন্ন রিক্সা-ভ্যান ও বাস-ট্রাকের চালক এবং হেলপারদের মধ্যে মাক্স বিতরণ করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান। রোববার দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ড, বাজার রোড, নীলতলা বাসস্ট্যান্ড, কোলা রোডসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তিনি মাক্স বিতরণ করেন।
এ সময় তিনি বেশ কিছু দোকানপাটে প্রবেশ করে সকলকে মাক্স পরার জন্য নির্দেশ দেন। সরকারের “নো মাক্স, নো সার্ভিস” কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি সকলের প্রতি আহবান রাখেন। মা´ বিতরণের সময় তার সাথে ছিলেন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনজুরুল ইসলাম, এসআই সৈয়দ আলী, ইব্রাহিম খলিল, জীবন কুমার দাস, জাকারিয়া মাসুদ, ডলি রানী সরকার প্রমুখ।
অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাক্স পরার বিকল্প নেই। সবাইকে মাক্স পরা নিশ্চিতের জন্য পুলিশের মহা পরিদর্শকের নির্দেশে মাক্স বিতরণ করা হয়েছে। এছাড়া বাইরে বের হলে সবাই যাতে মাক্স ব্যবহার করেন সে বিষয়ে সচেতনতা করা হয়।
Design and developed by zahidit.com