ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে ইয়াবাসহ ফিরোজ কবির (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে ভাটই মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ শৈলকুপার চাঁদপুর গ্রামের ফকির মোহাম্মদ’র ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভাটই বাজার এলাকায় অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক দল। এসময় সন্দেহ হলে ফিরোজ কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ৩’শ ৩০ পিচ ইয়াবা। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে শৈলকুপা থানায় আসামীকে সোপর্দ করা হয়েছে।
Design and developed by zahidit.com