ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফারুক হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ৮ টার দিকে সহকারী রির্টানিং কর্মকর্তা নুরুল হুদা বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন। বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে ৭ হাজার ৩’ শ ৪৭ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সতন্ত্র বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু পেয়েছেন ৪ হাজার ৯’শ ১৩ ভোট।
৩য় ধাপে অনুষ্ঠিত হরিণাকুন্ডু পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩’শ ৯২ জন ও নারী ভোটার ৮ হাজার ৬’শ ৮৩ জন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করেছেন ৪ জন। সকাল ৮ থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল থেকেই উত্তেজনার মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ। সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার মান্দারতলা জোড়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা ভোটকেন্দ্রে ঢুকে ২ টি ব্যালট বাক্স ভাংচুর করে। আহত হয় নৌকা প্রতিকের এক সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। প্রায় ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আবারো ভোট গ্রহণ শুরু হয়। এছাড়াও দুপুরে চকটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
Design and developed by zahidit.com