ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোশাব্বির হোসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির, সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও কৃষক আফজাল হোসেন প্রমুখ।
জেএফজিই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার নিয়ামতপুর ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন এলাকার ২৫ জন কৃষক বীজ উৎপাদন ও সংরক্ষন প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে বীজ সংরক্ষনের ড্রাম ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুবর্না রানী সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ।
Design and developed by zahidit.com