ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহ কালীগঞ্জের মস্তবাপুর গ্রামের মধ্যে প্রবাহিত চিত্রা নদীতে বাঁধ দিয়ে রেনু মাছ নিধনের অপরাধে বিপুল হোসেন শাহীন নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে কালীঞ্জের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালি সরকার এ আদালত পরিচালনা করেন। শাহীন মস্তবাপুর গ্রামের মোতালেব মন্ডলের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ভুপালি সরকার জানান, উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তাবাপুর গ্রামের মধ্যে বেশ কিছুদিন ধরে চিত্রা নদীতে বাঁধ দিয়ে উন্মুক্ত জলাশয়ের রেনু মাছ শিকার করা হচ্ছে খবর পেয়ে তিনি বুধবার দুপুরে অভিযান চালান। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ওই গ্রামের বিপুল হোসেন শাহিন নামের একজনকে ৫’শ টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি গ্রামমবাসীকে সচেতন করে তাদের মাধ্যমে নদী থেকে দুটি বাঁধ অপসারন করেন। তিনি আরও বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Design and developed by zahidit.com