ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২০২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ৩৫২ জন কৃষকের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহার সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ এস এম আতিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা (সম্প্রসারন) হুমায়ন কবির আকাশ প্রমুখ। সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Design and developed by zahidit.com