কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে তিনি মারা যান। ফয়েজ উদ্দিন কুল্ল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। গত তিন দিন আগে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ঢাকা থেকে কালীগঞ্জের নিজ বাড়িতে আসেন।
নিহতের ভাই মনির হোসেন জানান, তার ভাই দীর্ঘদিন ধরে এ্যাজমা রোগে ভুগছিলেন। শ্বাস-প্রশ্বাসেও সমস্যা ছিল। কিছুদিন আগে তিনি জ্বরেও আক্রান্ত হন। তিনি ঢাকার ন্যাশনাল ব্যাংক দিলকুশা কর্পোরেট শাখার কর্মরত ছিলেন। এসব উপসর্গ দেখা দিলে তিনি কয়েকদিন আগে বাড়িতে এসে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করে পাঠানো হয়েছে। কিন্তু হঠাৎ রাত ১২ টার দিকে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছিলেন। এখনো তার নমুনার রিপোর্ট আসেনি। তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সূবর্ণা রানী সাহা জানান, শরীরে করোনার উপসর্গ থাকায় শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।