ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে বাপ্পি হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রামের লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বাপ্পি খড়িকাডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।
সাবেক ইউপি সদস্য জালাল হোসেন জানান, বুধবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে বাপ্পির মরদেহ ঝুলে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। তিনি আরও জানান, প্রায় ১০ বছর আগে একই ভাবে নিহতের মায়ের মত্যু ঘটে। সে সময়ে বাপ্পির মামারা এটাকে স্বাভাবিক মৃত্যু বললেও বাপ্পির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয় বলে তারা মৌখিকভাবে দাবি করেন।
কোলাবাজার পুলিশ ফাঁড়ির এস আই আবুল কাশেম জানান, ঘটনাস্থলে তিনি গিয়ে লাশ উদ্ধার করে থানাতে পাঠিয়েছেন। তিনি বলেন এটা হত্যা না আত্মহত্যা এখনই তা বলা যাচ্ছে না। তিনি আরও জানান, নিহতের মামাদের ভাষ্য তার ভাগ্নেকে হত্যা করা হতে পারে। বিষয়টি সন্দেহজনকও বটে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে ঘটনাটি কি হত্যা না আত্মহত্যা।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহাফুজুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর বুঝা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি।
Design and developed by zahidit.com