ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০
হরিণাকুন্ডু প্রতিনিধি-
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিনাকু-ুতে ১০ টি গ্রামের অর্ধশত পরিবার ঈদুল ফিতর উদযাপন করছেন।
রোববার সকাল ৭টায় ওইসব পরিবারের সদস্যরা উপজেলার পৌরসভাধীন চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। উপজেলার হরিণাকুন্ডু বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গাসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লী মাওলানা রেজাউল ইসলামের ইমামতিতে এ ঈদ জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ আদায়কারী মুসল্লীদের নেতা আ.ন.ম. বজলুর রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। করোনা প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নামাজ আদায় করতে না পারায় এবার অনেক মুসল্লী ঈদের নামাজে শরীক হতে পারেননি বলেও তিনি জানান।
Design and developed by zahidit.com