ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০ দরিদ্র পরিবারের মধ্যে শাড়ী, লুঙ্গী ও চাল বিতরণ করা হয়েছে। শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল ও তার ভাই গোলাম মোস্তফার অর্থায়নের এলাকার দরিদ্র নারী-পুরুষদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ করে করোনার এ সংকটে কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।
রোববার বিকালে পাতবিলা গ্রামের ৫০ পরিবারের মধ্যে এসব শাড়ী, লুঙ্গী ও চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ গোলাম রসুল, সমাজ সেবক গোলাম মোস্তফা, সাবেক ওয়ার্ড আওয়ামলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি মেম্বার শহিদুল ইসলাম, মনছুর আলী, সমাজ সেবক নুর মোহাম্মদ মোল্লা, মকবুল হোসেন মোল্লা ও সিরাজুল ইসলাম।
Design and developed by zahidit.com