কালীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ইউপি মেম্বরসহ ১১ জনের নামে থানায় মামলা দায়ের

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ১, ২০২০

কালীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ইউপি মেম্বরসহ  ১১ জনের নামে থানায় মামলা দায়ের

ঝিনাইদহ সংবাদ ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বহস্পতিবার রাতে সংঘর্ষে আহত আসাদ হোসেনের শশুর কাজী আব্দুল হাই বাদি হয়ে কালীগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সংঘর্ষের সাথে জড়িত রাকিব হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাকিব রঘুনাথপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। দু’গ্রুপের সংঘর্ষে আহত আসাদ হোসেন রঘুনাথপুর গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে। বর্তমানে সে ঢাকা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি রয়েছেন।

মামলায় আসামিরা হলেন- সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী ইদু, রবিউল ইসলাম, জাকির হোসেন, হাসান, হোসেন, শাওন, বর্তমান ইউপি সদস্য বেলাল হুসাইন বিজয়, মতিয়ার রহমান, শফিয়ার রহমান, মোঃ আজাদ রহমান ও মোঃ রাকিব হাসান।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-১৫। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সংঘর্ষে আহত আসাদ হোসেন অবস্থা আশংকাজনক। সে ঢাকার ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ