ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেক্স ঃ ঝিনাইদহের মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটেলিয়ানের সাথে বন্দুক যুদ্ধে মো: জসিম উদ্দিন (৩৫) নামে কুখ্যাত মাদক চোরাকারবারী নিহত । নিহত মাদক চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার জীবচননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলএর পুত্র। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ০১ টার দিকে।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত নতুনপাড়া বিওপির টহল দল মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় আনুমানিক সন্ধা ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ৬৬ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার নতুনপাড়া আমবাগানের মধ্যে হতে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো: জসিম উদ্দিনকে আটক করে। পরে আটক জসিম উদ্দিনকে সাথে নিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০১ টার দিকে নতুনপাড়া গ্রামের ভরভরিয়া মাঠের রহমানের আমবাগানের মধ্যে হতে ০২ টি প্লাষ্টিকের বস্তায় ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় আটককৃত কুথ্যাত মাদক চোরাকারবারী জসিম উদ্দিন এর সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য আচমকা বিজিবি’র টহল দলের উপরে আক্রমণ করে গুলিবর্ষন করে। এতে টহল দলের ০২ জন বিজিবি সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে টহল দল পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ সময় আটক জসিম উদ্দিনও বিজিবি’র হেফাজত থেকে পালিয়ে যাবার চেস্টা করলে সে গুলিবিদ্ধ হয়। আহত জসিমকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে একটি ওয়্যার কাটার, ০৩ টি কাঁচি, ০১ টি দা, ০১টি ছোরা ও ০১টি হাসুয়া উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Design and developed by zahidit.com