মহেশপুরে অভাবের তাড়নায় ঋণগ্রস্থ ভ্যান চালকের আত্মহত্যা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

মহেশপুরে অভাবের তাড়নায় ঋণগ্রস্থ ভ্যান চালকের আত্মহত্যা

মহেশপুর প্রতিনিধি- ঝিনাইদহের মহেশপুরে অভাবের তাড়নায় ঋণগ্রস্থ এক ভ্যান চালক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পারিবার ও এলাকাবাসী জানায়, মহেশপুর উপজেলার কাজীবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের ৪ সন্তানের জনক অহিদুল ইসলাম (৩০) সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে।
স্ত্রী সুফিয়া খাতুন ও এলাকাবাসী জানায়, ওহিদুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। এনজিও এবং অন্যদের কাছে থেকে সে ৫৫ হাজার টাকা ঋণগ্রস্থ আছে। ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়ে নিজের সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ করতো।
করোনার কারণে রাস্তায় বের হতে না পেয়ে গত ১ সপ্তাহ যাবত তার আয় রোজগার হচ্ছিল না। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। সোমবার তার ভাবীর খবর পেয়ে চাল ও টাকা দিয়ে যায়। স্ত্রী চাল দিয়ে রান্না করে সন্তানদের খাওয়ায়। অহিদুল ইসলাম বাড়ি ফিরে এলে বাজার সদাই নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। রাতেই তারা না খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩ টার দিকে অহিদুল ইসলাম ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ পরিবারটি এ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন ত্রান বা সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বিএম সেলিম রেজা জানান, সোমবার খাদ্য সহায়তার তালিকা করা হয়েছে। যেখানে তার স্ত্রীর নাম ছিল। আগামীকাল বার পরশু তাকে খাদ্য সহযোগিতা করা হতো।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মইমেনুল ইসলাম জানান, ওই ব্যক্তি ঋণে জর্জরিত এবং খুব অভাবী ছিল ও মাঝে-মধ্যে তার পেট ব্যাথা করতো এ সকল কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান।