ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আনন্দবাগ গ্রামের ৩২টি পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আনন্দবাগ গ্রামের মেসার্স লস্কার ট্রেডার্সের সামনে গ্রামবাসীর আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম টুকু, শিক্ষক রুহুল আমিন, ইউনুচ আলী, আব্দুল ওয়াহেদ, মোস্তফা মোর্শেদ তোতা, সারিন, জনি প্রমুখ।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গ্রামের মানুষদের সুরক্ষায় এবং সচেতন করতে সম্মিলিত সিদ্ধান্তে গত ২৮ মার্চ থেকে গ্রামটি লকডাউন করে রাখা হয়েছে।
গত ২৯ মার্চ ২০টি পরিবারের মাঝে একই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঝিনাইদহ- ৪ আসনের এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
Design and developed by zahidit.com