ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মাঠে নিখোঁজের ১৭ দিন পর গৃহবধৃ কেয়া খাতুনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার এজাহারভুক্ত ২নং আসামি ইস্রাফিল হোসেনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার দিকে ইস্রাফিলের মামা বাড়ি শৈলকুপা থেকে আটক করা হয়। আটক ইস্রাফিল হোসেন কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির মামা বাড়ি শৈলকুপা উপজেলার একটি গ্রাম থেকে আটক করা হয়েছে। এর আগে এই মামলার ১নং আসামি মিলন হোসেনকে আটক করা হয়েছে। মিলন হত্যাকান্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মিলনকে গত ১৭ মার্চ জীবননগর উপজেলার হাসাদাহ এলাকা থেকে আটক করে র্যাব–৬। গত ১৩ মার্চ উপজেলার ত্রিলোচনপুর গ্রাম থেকে নিখোঁজের ১৭দিন পর দাদপুর গ্রামের মাঠ থেকে গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সামাদ বাদি একটি মামলা দায়ের করেন।
Design and developed by zahidit.com