ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
হঠাৎ করেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় কালীগঞ্জ শহরের ৮ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্সন্ত শহরের নতুন ও পুরাতন বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট ভুপালী সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা করোনার অজুহাতে বাজারে খাদ্যদ্রব্য সংকট সৃষ্টি সহ বেশি দামে পন্য বিক্রি করছিল। এমন সংবাদ পেয়েই তিনি বাজারে ৭টি চাউলের দোকান ও ১ টি ঔষধের দোকানে এ জরিমানা করেন।
তিনি আরো জানান, সরকারের নির্দেশনা না মেনে পরবর্তীতে পন্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কালীগঞ্জ থানার এস আই হানিফ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
Design and developed by zahidit.com