ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নারী ম্যাজিস্ট্রেটকে মারতে আসা দুবাই ফেরত মিজানুর রহমানকে আটক করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চাচড়া গ্রাম থেকে তাকে আটক করে হোম কোয়ারেন্টিনে পাঠায় পুলিশ।প্রবাসী মিজানুর রহমান চাচড়া গ্রামের মনতেজ শেখের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূপালী সরকার। তিনি বলেন, জনগণের স্বার্থে তাকে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।শুক্রবার দুপুরে এক প্রবাসী বাইরে ঘোরাঘুরি করছে এমন অভিযোগ পেয়ে অভিযানে যান সহকারী কমিশনার ভূপালী সরকার।তখন তিনিসহ দুই পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মারতে উদ্যত হন প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই।
Design and developed by zahidit.com