ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥ ১০ মার্চ’২০২০
ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পান বরজ পুড়ে পাঁচ কৃষক নিঃস্ব হয়ে গেছে। তাদের বুকভরা আহাকারে বাতাস যেন ভারী হয়ে উঠে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার শালিখা মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, দুপুরে শালিখা পান বরজ মাঠে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় শালিখা গ্রামের কৃষক বাকের আলী, নয়ন হোসেন, খোকন, আকাশ ও ইমরানসহ ৫ জনের প্রায় ৭ বিঘা জমির পান বরজ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ৫ কৃষকের প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে দমকল বাহিনীর সদস্যদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ৭ বিঘা পান বরজ সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে যায়। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এখনোও আগুন নিভানোর কাজ চলছে।
তিনি আরো বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, নিয়ামত ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার।
Design and developed by zahidit.com