ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ ম-ল, শহীদ নুর আলী ডিগ্রি কলেজর অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথি এমপি আনার বলেন, দেশে করোনা ভাইরাসের কারনে বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠান ছোট পরিসরে করতে বলা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আবার যে নির্দেশনা আসবে সে মোতাবেক জন্মশত বার্ষিকী উদযাপিত হবে। এছাড়া তিনি করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ দেন।
প্রস্তুুতিমূলক সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com