মহেশপুরে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে গেল ইউপি চেয়ারম্যান!

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

মহেশপুরে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে গেল ইউপি চেয়ারম্যান!

মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে সরকারী রাস্তার ইট তুলে নিয়ে গেছেন মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শংকরহুদা গ্রামের রঞ্জু মেম্বারের বাড়ি হতে শ্রীরামপুর গ্রামের রাস্তাটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার হেরিং সলিং করণের কাজ চলছে ঠিকাদারের মাধ্যমে। এর আগে ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ঐ রাস্তাটি ফ্লাট সলিং করা ছিলো। রাস্তাটি শুরু হওয়ার পূর্বে মান্দাবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম রাস্তার ইট তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে মান্দাবাড়িয়া ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উক্ত ইট অন্য প্রকল্পে কাজে লাগানো হবে।
মহেশপুর পিআইও অফিসের প্রকৌশলী বেনজামিম বিশ্বাস জানান, ৫৪লক্ষ টাকা ব্যায়ে ঝিনাইদহের বাপ্পি নামে একজন ঠিকাদার রাস্তাটি তৈরী করছে। ঐ স্থানে যে ইট ছিলো তা চেয়ারম্যান সাহেব কি করেছে তা আমার জানা নেই। একটি গোপন সূত্রে জানা গেছে, ঐ ইটগুলি আবার নতুন কোন প্রকল্পে কাজে লাগিয়ে ইউপি সচিব শাহিন ও চেয়ারম্যান টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করছে।