কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ২৫০ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে  ২৫০ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান

বিশেষ প্রতিনিধি,কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার তালিয়ান গ্রামে বড় তালিয়ান যুব সংঘের উদ্যেগে এবং কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশন নির্বাহী পরিচালক কাজী এমদাদুল হক জানান, ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও অসুস্থ রোগিদের ব্যবস্থাপত্র প্রদান করা হয়।


যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৌসুমী ভদ্র ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান আহম্মেদ রোগিদের চিকিৎসাপত্র প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ