কালীগঞ্জে মাদক জঙ্গীবাদ ইভটিজিং বাল্য বিবাহের কুফল বিষয়ে সভা

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

কালীগঞ্জে মাদক জঙ্গীবাদ ইভটিজিং বাল্য  বিবাহের কুফল বিষয়ে সভা

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥ ১৫ ফেব্রুয়ারি’২০২০
ঝিনাইদহের কালীগঞ্জে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং বিরোধী এবং বাল্য বিবাহ ও আত্মহত্যার কুফল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া জৈব চাষ প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনসুর আলী প্রমুখ।
অনুষ্ঠানে মাদক,জঙ্গীবাদ,ইভটিজিং বিরোধী এবং বাল্য বিবাহ ও আত্মহত্যার কুফল বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের বিএইএবি মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ