ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে রিপন খলিফা নামে এক বাংলাদেশি আহত হয়েছে। শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাঁসখালী খানাধীন রামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রিপন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে।
মহেশপুরের বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান শুক্রবার বিকেলে জানান, ভোরে কয়েকজন বাংলাদেশি অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে ভারতে যায়। এসময় তারা ভারতের রামনগর বিএসএফ ক্যাম্পের টহলদলের সামনে পড়লে তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলে আহত হয় রিপন। সেখান থেকে আহত অবস্থায় তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে বিএসএফ।
শুক্রবার বিকেলে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিককে ফেরত চাওয়া হয়। বিএসএফ জানায়, তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে রিপন কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসাধিন আছে।
Design and developed by zahidit.com