কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায়  বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন সর্দার, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, নাছির উদ্দীন, মহিদুল ইসলাম মন্টু, সাংবাদিক এম শাহজাহান আলী সাজু, জামির হোসেন, নয়ন খন্দকার প্রমুখ।
সভায় বাল্য বিয়ে বন্ধ, শহরের মধ্যে যানজট নিরসন ও অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনাসহ হাসপাতালে ওষুধ সংকট, রোগীদের কাছে টাকা নেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ, ইসিসি ও এক্সেরে মেশিন চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ