বাবার লাশ হাসপাতালে রেখে এসএসসি পরীক্ষা দিলো ছেলে

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

বাবার লাশ হাসপাতালে রেখে এসএসসি পরীক্ষা দিলো ছেলে

ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ  ঝিনাইদহের কালীগঞ্জে বাবার লাশ হাসপাতালে রেখে পরীক্ষা দিয়েছে খালিদ হাসান নামের এক এসএসসি পরীক্ষার্থী। খালিদ হাসান কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।

তার বাবা খলিলুর রহমান বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ২৩ জানুয়ারি তিনি প্রচণ্ড ঠাণ্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর তার কিডনি সম্পূর্ণ ড্যামেজসহ হার্টের সমস্যা ধরা পড়ে। প্রায় দশদিন পর তিনি মঙ্গলবার সকালে মারা যান।

তাদের গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। তারা দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের আড়পাড়ায় বসবাস করছিলেন।

খালিদ হাসানের খালু অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রেজাউল ইসলাম জানান, প্রধান শিক্ষক খলিলুর রহমান সকাল ৯টা ৩ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা বাবা মারা গেলেও খালিদের পরীক্ষার কারণে সকালে তাকে জানানো হয়নি। পরীক্ষার পর তাকে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ