এ কেমন শত্রুতা!

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

এ কেমন শত্রুতা!

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকু-ুতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিরার রাতের কোন এক সময়ে উপজেলার হিজলী গ্রামের মৎস্য চাষী বিষ্টু হালদারের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ্টু হালদার ওই গ্রামের রঞ্জন হালদারের ছেলে।
সরজমিনে দেখা গেছে, হরিণাকুন্ডু উপজেলার কাপাশাহাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারের উত্তর পার্শ্বে কাকলী বিলে ৩একর জমিতে মাছের ঘের। কে বা কারা রাতের অন্ধকারে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। সোমবার ভোরে স্থানীয়রা মাছ মরে ভেসে থাকতে দেখে পুকুর মালিক কে খবর দেয়।
মৎস্য চাষী বিষ্টু হালদার জানান, আমি এবং আমার ভাই অনন্ত কুমার হালদার দুইজনে মিলে গত সাত মাস ধরে ৩ একর জমি লিজ নিয়ে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করছেন। পাঁবদা, শিং ও সাদা মাছসহ প্রায় দুই লক্ষ মাছ ছিল। যার বাজার মূল্য প্রায় পনেরলক্ষ টাকা। রবিবার রাতে কোন এক সময়ে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাশ্ববর্তী মস্য চাষী কুন্ডাল হালদার জানান, এর আগেও আমার পুকুরে কেবা কারা গ্যাস ট্যেবলেট দিয়েছিলো। এই বিষ দেবার কারনে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়। এখন আবার বিষ্টুর পুকুরে বিষ প্রয়োগ করেছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি হওয়া উচিৎ। উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) উপানন্দ কুমার বৈদ্য বলেন, সরজমিনে ওই মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা মৎস্য দপ্তর থেকে তাকে সহযোগিতা করা হবে।
হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান বলেন, বিষয়টি জেনে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।