ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কোটচাঁদপুরে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার রাত সোয়া আটটার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া আটটার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইচ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে।
তিনি আরও জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানানে পারেননি।
ট্রেনে থাকা যাত্রীরা অভিযোগ করেছেন, সাফদারপুর স্টেশনের কর্মকর্তাদের অবহেলার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।
Design and developed by zahidit.com