ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ জন গরীব,দুঃস্থ, অসহায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছে রোটারী ক্লাব অব কালীগঞ্জ। সোমবার বিকেলে রোটারী ক্লাব অব কালীগঞ্জ এবং রোটারী ক্লাব অব ধানমন্ডির যৌথ আয়োজনে স্থানীয় এনজিও সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে রোটারিয়ান নাজমূল হুদা ডিলাক্সের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব ধানমন্ডির প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল হক কনক। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হাসান জাকির।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব কালীগঞ্জের প্রেসিডেন্ট অধ্যক্ষ মশিয়ার রহমান, সেক্রেটারি নাসির আহম্মেদ টুটুল, রোটারিয়ান ওমর ফারুক রাশেদীন, ওবাইদুল হক তুহিন, ফিরোজুল হক, জান্নাতুল ফেরদৌস রূপালী, আবু খালেদ স্বপন প্রমুখ। আলোচনা সভাশেষে ১৫০ জন গরীব, দুঃস্থ অসহায় এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
Design and developed by zahidit.com