ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে পিবিআই এর উপর হামলার ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশের উপর হামলা, আলামত নষ্ট ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার বিকেলে পিবিআই এর এসআই সোহেল হোসেন বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-০৯। তারিখ-০৯/০১/২০২০। পুলিশ এদের মধ্যে মুশফিকুর রহমান ডাবলু, মুশতাক আহম্মেদ লাভলু, নাছিরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি আসামিদের নাম প্রকাশ করতে চাননি।
প্রসঙ্গত বুধবার (৮জানুয়ারি) রাত ১০ টার দিকে কালীগঞ্জের চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র আল-আমিন হত্যা মামলার রিমান্ডে থাকা আসামি তারিক হাসান সাব্বিরের স্বীকারোক্তিতে হত্যাকাজে ব্যবহৃত চাকু ও মোবাইল ফোন উদ্ধার করতে তার আড়পাড়া গ্রামের বাড়িতে আসেন পিবিআই সদস্যরা। সে সময় পিবিআই সদস্যরা রান্না ঘরের মধ্যে থেকে একটি চাকু উদ্ধার ও যে মোবাইল দিয়ে ম্যাসেজ দেয়া হয়েছিল সে মোবাইল ফোন উদ্ধার করে।
আলামত উদ্ধার করে নিয়ে আসার সময় পিবিআই সদস্যদের উপর আসামি সাব্বিরের পিতা মুশফিকুর রহমান ডাবলু ও চাচা মুশতাক আহম্মেদ লাভলুর নেতৃত্বে ১২/১৩ জন তাদের উপর হামলা করে বলে পিবিআই এর দাবি। হামলায় আহত হন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মোঃ জাফর, এএসআই আব্দুল খালেক। এদের মধ্যে এএসআই হাফিজুর রহমানকে আসামি পক্ষের লোকজন একটি কক্ষে আটকে রেখে মারপিট করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ যেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বৃহস্পতিবার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর এসআই সোহেল হোসেন বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ এদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
Design and developed by zahidit.com